![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে একা একা ফিরছি যখন বাড়ি
পায়ে পায়ে হাঁটেরে কে? বিপদ দেখি ভারি!
ঘাড় ফিরিয়ে যেই বলেছি কেরে তুই বাও?
মিনমিনিয়ে বলল আমি কিরকি ভূতের ছাও।
কিরকি ভূতের ছাও?!
হাতের ব্যাগ মাটিতে পড়ে কাঁপছে আমার পাও।
কাঁপন দেখে বলল ভূতে ভয়ের কিছু নাই
চলো দুজন বন পেরিয়ে খোলা মাঠে যাই।
খোলা মাঠে কেউ ছিল না আমরা দুজন বসা
হঠাৎ আমায় ঝাপটে ধরে হায়রে কী যে দশা।
পোলার সমান ভূতের ছাওয়ে মারবে আমায় ধরে!
যা হয় হবে টেনে হিঁচড়ে নিয়ে এলাম ঘরে।
ঘরে এসে খাটের উপর ঢিল মেরে দেই ফেলে
মাফ করে দেন ভূত না আমি সুফির বাপের ছেলে!
বলবি না তুই খুলে মুলে পিটনি খাওয়ার আগে?
ভয় হারিয়ে সাহস পেলাম কাঁপছি বিষম রাগে!
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা। ভাল লাগায় আমি আনন্দিত।
শুভেচ্ছা নিন।
২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ গল্প বলে গেলেন ছন্দে ছন্দে। খুব সুন্দর কবিতা লিখেছেন প্রিয় কবি। মুগ্ধতা রইল
শুভকামনা জানবেন সবসময়।
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: গল্পের মতই কবিতা। ভূত!! ভয় পাননি বলে আশ্বস্ত হলাম।
শুভেচ্ছা নিন।
৩| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লাগল।
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
তালুকদার সাব বলেছেন: পোলার সমান ভূতের ছাওয়ে মারবে আমায় ধরে!
সাহস দেখিয়েছে বটে । সে কি মহিলা ছিলো?
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই আপনি এ্যান্টেনাটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন ভূতের মতো। হাহহা।
প্রীতি নিবেন।
৫| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
শিহাব খান নোয়াখালি বলেছেন: খুব সুন্দর কাহিনি। দারুন।
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০
রুরু বলেছেন: ভুতকে দেখে আপনি ভাই কাপর করেছেন নষ্ট?
বুজছি আপনি ভুতের ভয়ে পেয়েছেন ভীষণ কষ্ট!
৭| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
শৈবাল আহম্মেদ বলেছেন: ছোট্ট বেলায় শুনতাম ভূত দেখা যায়না এবং তারা আসে পাশে চারিদিকে প্রচুর পরিমানে গিজগিজ করছে। তখন সবসময় মনে হত চারিদিকে ভূতের উপস্থীতি। কিছুদিন পর একজন বল্লো-ধুর বোকা ভূত সাত সমুদ্র তের নদী পার হয়ে চলে গেছে,তখন থেকেই আমি আজো ভূতের অস্তিত্ব পায়নি। আজ আপনার কথায় ভূতের কিছুটা স্পর্শ অনুভব করতে পারলাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬
আমি চির-দুরন্ত বলেছেন: মজার কাহিনী তো। কিরকি ভুতের ছাও
