![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হনহনিয়ে পনপনিয়ে যাচ্ছি মেঠো পথে
মনে হলো পথের বদল উঠেছি কোনো রথে।
সরু পথের দুধার ধরে হাজার রঙিন ফুল
মেৌমাছিদের উত্তেজনায় ফুলেরা খায় দোল।
ফুলের গায়ে হাত বুলিয়ে আদর করে চলি
মনের সুখে ফুলের সাথে নানান কথা বলি।
বলল ফুলে...
একটুখানি জীবন আমার সকালে যাব ঝরে
শুকিয়ে যাবে বোঁটা এবং পাঁপড়ি যাবে পড়ে।
থাকবে বেঁচে তোমার মনে ফুলের ছোঁয়াখানি
সত্যি বড় সুখ পেয়েছি চোখে এলো পানি!
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। জীবনটা ক্ষনস্থায়ী ভাবলেই খারাপ লাগে।