![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি গাছ চুপটি করে দাঁড়িয়ে আছে একা
ভাবছে মনে পেতাম যদি অন্য কারো দেখা
বলে দিতেম একা থাকার কষ্ট আমার যত
দেখিয়ে দিতাম পাতা জুড়ে কতগুলো ক্ষত।
কালো জলের সঙ্গে আমার হয় না বনিবনা
অন্ধকারে নিসঙ্গতার অনেক বিড়ম্বনা।
কেউ আসে না অপেক্ষাতে নেতিয়ে পড়ে সাধ
ওমনি আঁধার দূর করে এক উঠলো হেসে চাঁদ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: নির্জনতার কষ্ট!
ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব মিষ্টি হয়েছে ভাইয়া।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কষ্টগুলো কেমন করে মিষ্ট হলো ভাই
দয়া করে মনটা খুলে একটু জানান তাই।
শুভেচ্ছা।
৩| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতা গুলো ছন্দময় ও বেশ সুন্দর লাগছে! ছবি ও কাব্যের অনবদ্য বন্ধন ভাল লেগেছে!
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত।
অনেক ধন্যবাদ।
৪| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯
প্রথমকথা বলেছেন: অল্পতে খুব ভাল হয়েছে। সুন্দর কবিতা।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৫
শূন্যনীড় বলেছেন: দারুণ হচ্ছে প্রিয় কবি, অনেক অনেক ভালো লাগা, ++++++
আর দুই বা চার লাইন বাড়ালেই পার্ফেক্ট
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাড়ালে যদি মনোযোগ হারিয়ে ফেলেন, তখন!
শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮
শাহজালাল হাওলাদার বলেছেন: একটি গাছ নীরব হয়ে দাঁড়িয়ে আছে একা
ভাবছে মনে পেতাম যদি অন্য কারো দেখা
জঙ্গলের গাছগুলো তো তাহলে ভালই আছে