![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মশারি তুমি টানাও মশা তাড়াও নিজে
মসকরা কর এসব নিয়ে বাজে লাগে কী যে!
ছিটিয়ে দিয়েছি মশার ওষুধ মশারা পালায় ঘরে
তোমরা কেনো মানুষ হয়ে মরছ মশার ডরে।
ভোটের জন্য ঘরে ঘরে যাওয়া যতটা তাড়না লাগে
মশারি টানাবার জন্য কি আর ততটা ইচ্ছে জাগে?
চিকুনগুণিয়ায় মরে না মানুষ সাতটা দিনের রেস্ট
মশা মারার বদলে এখন বিশ্রাম নেওয়াই বেস্ট?
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি আসল জায়গায় হাত দিয়েছেন মশাই।
ধন্যবাদ।
২| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৫
জনতার আদালত বলেছেন: ভালো লিখেছেন ।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৫
এম আর তালুকদার বলেছেন: বাহ বাহ! চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: মেয়র সাহেব ভুল কিছু বলেন নি। বাঙালি মাত্রই অলস ,সামান্য মশারিটাও টানাতে পারেনা।