![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুরন্ত দুর্বার চঞ্চল ছেলে
ভাল্লাগে না পড়ালেখা তার
বইগুলো দেয় ফেলে।
ইশকুলে যা। যাবি না তুই?
সবাই গেছে চলে
লাঠি নিয়ে যেই দিয়েছে তাড়া
ছেলেটা নেমেছে জলে।
লেখাপড়া ছাড়া যত কাজ দিবি
সবগুলো কাজ মিলিয়ে যে নিবি
একটুও যাব না ভুলে
বই খাতা নিয়ে বলবি না কিছু
লেখাপড়া নিয়ে ঘুরবি না পিছু
বলবি না যা ইশকুলে।
কী হবি তুই লেখাপড়া ছাড়া
ভাত পাবি না হবি দিশেহারা
বন্ধুরা তোর চেয়ারে বসবে
তুই বসবি টুলে।
ধীরে ধীরে ছেলে কবি হয়ে যায়
সম্মান তার মাথা থেকে পায়
গর্বে মায়ের কষ্টগুলি
কখন গিয়েছে ভুলে!
২| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
মিঃ মটু বলেছেন: ছোটবেলা মনে করিয়ে দিলেন গুরু ......
খুশ হুয়া মেইনে .... +++++
৩| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া।
৪| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৫
কানিজ রিনা বলেছেন: সুন্দর কবিতা ধন্যবাদ।
৫| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++
৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২
মিঃ পাতলু বলেছেন: মনের কথাগুলোই বলছেন কবি, দারুণ ছড়া! আমার ছোট্টবেলা মনে পড়ে গেল +++++
৭| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: অনেক ভালো লাগল।
৮| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৯| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি ভাল লাগল কবি! শুভেচ্ছা রইল!
১০| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা আর ভালবাসা রইল।
শুভ কামনা করছি।
১১| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
ভিটামিন সি বলেছেন: ছবিতেই ছড়া!! বাহ. বেশ তো।
ভালো লাগলো খুব।
১২| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫
শাহজালাল হাওলাদার বলেছেন: বেশ তো! কবিতার সাথে ছবিটা বেশ মানিয়েছে।
১৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ২:০৩
আবদুল মমিন বলেছেন: কবিতা ভাল লেগেছে , এই গ্রুপের সদস্য ছিলেন মনে হয় ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +++