![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিস্তার মতো শুকিয়ে গেছে আমাদের ছোটো খাল
হারিয়ে গেছে শৈশব স্মৃতি নির্মম মহাকাল!
সবুজ মাঠে অবুজ প্রাণিদের ঘাস খেয়ে ছুটোছুটি
খালের পাড়ে গাছপালাতে পাখিদের লুটোপুটি।
ওরাও একদিন হারিয়ে যাবে দাঁড়াবে রূপ ভিন্ন
কাল বয়ে যায় খুব নিরিবিলি রেখে যায় পদচিহ্ন!
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।
এটি কোন খাল , শুকিয়ে গেল কেন ? এটাকে পুনরায় সজীব করার জন্য কোন পন্থা কি নেই ?
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কি করছে , স্থানীয়রাও বা নিশ্চুপ কেন ?
খালটি খননের জন্য স্থানীয়ভাবে কি কোন আন্দোলন গড়ে তুলা যায় না ?
প্রশ্নগুলি আপনার কাছে নয় , দয়া করে ভুল বুজবেন না প্রশ্নগুলি কতৃপক্ষ বরাবরে, সেই সাথে
স্থানীয় মিডিয়া সাংবাদিকদের কাছে ।
অনেক শুভেচ্ছা রইল
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার সুচিন্তিত প্রশ্নগুলো খুবই যেৌক্তিক। কিন্তু প্রকৃতির শাসন বলে একটা কথা আছে। এ সবই প্রতিকী।
এখন যে রূপ ধারন করেছে তা মন্দ নয়।
আবার দেখা যাবে নতুন রূপ। এভাবেই প্রকৃতি বদলায়্।
আপনাকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
৩| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
নীচু এলাকা, ২ পাশে পাড়ের মতো, অদ্ভুত সুন্দর; খাল মরে, সুন্দর যায়গার জন্ম দিয়ে গেছে।
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিবেন মি. চাঁদগাজী।
৪| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর ছবির সাথে সুন্দর ছড়া, ভালো লাগা রইল কবি ভাই।
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি, ধন্যবাদ নিন।
৫| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। শুভেচ্ছা ।
৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০
কল্লোল পথিক বলেছেন:
বাহ্!দারুণ লিখেছেন।
১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৪
তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর হইছে কবিতা +++++
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
বংশী নদীর পাড়ে বলেছেন: কষ্টকর হলেও কথা সত্য