![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় আয় তই তই বাড়ি যাই চল
এ বেলা আর নয় এল বুঝি ঢল।
আগে পিছে ছানাগুলি চলে টই টই
দুষ্টুটা দেখি না পালালো যে কই।
দল ছেড়ে একা একা দুষ্টুটা থাকে
কাক চিল দেখলেই হুট হাট ডাকে।
তার সাথে আমাদের হয়নারে মিল
ছোঁ মেরে নিল নাকি আকাশের চিল!
নিয়েছিল তারে নাকি খায়নি ছিঁড়ে
বাসা থেকে লাফ দিয়ে পড়ে নদী তীরে
তারপর ভোঁদরটা পিছে লাগে তার
এইভাবে ধরা খায় গোটা চার বার।
তারপর!!
তারপর একা একা ঘুরেফিরে খুব
ভোঁদর আর চিল দেখে জলে দেয় ডুব।
এই ভাবে বেঁচে আছে দুষ্টু ছানা
কোথা আছে এইবার কারো নেই জানা।
অমনি পেছন থেকে ছুটে আসে বেগে
সব ছানা তার প্রতি আছে খুব রেগে।
ভ্রুক্ষেপ নেই তার খুব বেটাগিরি
সব্বাই বলে হেসে দেখো তার ছিরি!
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: পেরোডী কবিতা ভালই হয়েছে।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্যারোডি নয়।
ভাল লাগার জন্য ধন্যবাদ।
৩| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১২
মিঃ মটু বলেছেন: দারুণ ছড়া লিখেছেন, ভালো লাগলো, খুব সুন্দর মিলিয়েছেন।
৪| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর!
৫| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮
জনতার আদালত বলেছেন: অনেক ভালো লাগলো ।
৬| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
৭| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯
রুহুল আমিন খান বলেছেন: sweet
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
বেনামি মানুষ বলেছেন: আরিব্বাস!
দারুণ হয়েছে!