| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঘুষ খেয়ে হুঁশ নেই লারে লারে লাপ্পা
তাল নেই বেতালে দুদকের থাপ্পা।
চেহারাটা রোশনাই তিনি বড় কর্তা
খপ্পরে পড়ে তার কত লোক ভর্তা!
কত টাকা লাগে তোর কত বাড়ি গাড়ি
কতটুকু জমি লাগে কয়খানা নারী!
কত বড় অফিসের কত বড় বস
কতটুকু হলে পরে বলবিরে ব্যস্।
ধন মান চাকরিটা সব যাবে চলে
জেলখানা গারদে যাবি পচে গলে
ঘুষ খেয়ে যা-কিছু করে গেলি জমা
ইহ আর পরকালে পাবিনারে ক্ষমা!
২| 
১৯ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:২০
মিঃ মটু বলেছেন: অনেক ভালো লাগলো এবারো +++++
৩| 
১৯ শে জুলাই, ২০১৭  বিকাল ৫:৫৭
জনতার আদালত বলেছেন: অনেক ভালো লাগলো আপনার কবিতা
৪| 
১৯ শে জুলাই, ২০১৭  রাত ১০:৫০
নাবিক সিনবাদ বলেছেন: ঘুষ খেয়ে যা-কিছু করে গেলি জমা
ইহ আর পরকালে পাবিনারে ক্ষমা!
এই কথাটা ঘুষখোরদের বিবেকে কখনোই আসেনা।।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:২০
মোস্তফা সোহেল বলেছেন: ঘুস খোরেরা পরকালে বিশ্বাস করে? করলে ঘুষ খেত না।