![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুষ্টু ছেলে ভাবল মনে মনে
কাণ্ড এমন করবে গিয়ে ঘরে
সবাই যেন ছুটে পালায় ডরে।
আবোল তাবোল কথা মুখে, যা ইচ্ছা তাই করে
বলল সবাই ভূতের আছর, রাখ তো খাঁচায় ভরে।
খাঁচার ভেতর দুষ্টু ছেলে কাটায় সুখের কাল
লেখাপড়ার চাপ নেইরে শান্তি ভূতের হাল।
ওঝা এলো ঝোলা নিয়ে মন্ত্র তাবিচ করে
মস্ত ওঝা ব্যস্ত হয়ে ভূত নামাবে ঘরে।
ভূত নামে না, ভূতের বদল নামল ওঝার শনি
খিল এঁটে কিল লাগায়, ওজন কয়েক টনি।
কিলের উপর কিল খেয়ে যেই পালিয়ে গেল ওঝা
পিতা মাতার মাথা থেকে নামল বিরাট বোজা।
২| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।