![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত তেল ভাল না কম কম দেও
এত নেয়া ভাল না কম কম নেও।
তেল পানি দিতে দিতে হুঁশ নেই আর
ঘটে যায় মাঝে মাঝে আজব ব্যাপার।
কাকে তুমি কীভাবে করবে খুশি
কার কর গুণগান কারে করো দোষী
বেশি বেশি দিতে দিতে নেই হিতাহিত
প্রতিদানে পেলে তুমি মস্ত ঘুষি!
ঘুষি খেয়ে খুশি থাকো ভাল আর মন্দে
ফল ভাল হয়নারে অকারণ দ্বন্দ্বে।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঘুষি খেয়ে খুশি থাক সব তেলাতেলি।
শুভেচ্ছা নিন।
২| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪
এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো। মন্দ দেখলে দ্বন্দে না জড়িয়ে উপায় কি বলুন ! পারি না যে থাকতে...
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: দ্বন্দ্বগুলো বন্ধ হোক।
ধন্যবাদ নিন।
৩| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
সনেট কবি বলেছেন: ঘুষি যদি একমাত্র খাবার হয় তবে তা’খেয়ে খুশী না থেকে উপায় কি?
৪| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: তোষামোদকারীদের ঘুষিতে খুশি রাখুন, নইলে ভোগান্তিতে পড়তে পারেন মশাই।
শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৩
ফয়সাল সোহাগ বলেছেন: হুম... ঘুষিই বরং ভালো! ভালো লাগলো।