![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতটুকু মাটি রাখোনি বাকি
এই গরিবের জন্য
পাহাড়কোলে ঠাঁই নিয়ে তারা
ভেবেছে জীবন ধন্য।
অতপর তারা মাটি চাপা পড়ে
বেঘোরে হারায় প্রাণ
বাতাসের বুকে কান্নার সুর
অকাল মৃত্যুর ঘ্রাণ!
ঠাঁই হলো না মাটির উপরে
অতলে হারালো তারা
কারণগুলো দেখি না খুঁজে
অকারণ দিশেহারা।
©somewhere in net ltd.