![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি যখন ঠিক বারোটা মশা এলো ঘরে
চিকন নাকি এডিস এটা লাফাই ভীষণ ডরে
বলল মশা ভয় করো না, আমি সাধারণ
এত রাতে এখানে আসার তোমার কীবা কারণ!
মেয়র মশাই কী যে দিলেন মাথা ঘুরায় খালি
বলে বেড়ায় মশা নিধন, জোরসে মারো তালি।
এসব শুনে মানুষ যখন মশারি ছাড়া ঘুমায়
মশারা সব দলে দলে গালে এসে চুমায়।
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৯
বজ্রকুমার বলেছেন: হাঃ হাঃ হাঃ...
মশা মশাইতো মিথ্যে কিছু বলেনি।
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ হাঃ..
শুভেচ্ছা।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: রাত গভীর হলে চুমু খাওয়ার গতি বৃদ্ধি পায়।
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: বলেন কি!!
৪| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মশারি ছাড়া ঘুমাইলে মশার চুমা খেতেই হয়।
ভালো লাগলো কবিতা।
৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: আপনার লেখা আমার খুব ভালো লাগে। একদম সহজ সরল ভাষায় লিখেন।
৬| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
করুণাধারা বলেছেন: ছোটদেত জন্য লেখা আপনার কোন ছড়ার বই আছে? থাকলে নাম জানাবেন। আপনি চমৎকার লিখেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +