![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মতো বউ পেয়েছি বলে
জীবন খাতার পাতায় পাতায়
সুখের হিসেব করা;
মনের মতো তোমায় পেলাম বলে
পালিয়ে গেছে জীবন থেকে
দুঃখ কষ্ট জরা।
পরের বছর উধাও হলে তুমি
সুখে ভরা মাটির পাতিলসহ
ভোগের বদল করছি উপভোগ
মনে পড়ে তোমায় অহরহ।
তোমার বদল পয়সা এলো ঘরে
ভোগবিলাসে মন বসে না আর
মনের যতো আবেগ অনুভূতি
কে যেনরে করল অধিকার!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: বাহ !!