![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তাগুলো নদী হলো রিকশা-গাড়ি নাও
উঠে বসেন জলদী করে ভিজবে কেন পাও?
চাক্কাগুলো বৈঠা হলো চালক হলো মাঝি
সমস্যা কি, আসুন সবাই নতুন রূপে সাঝি।
হেলে দুলে নেৌকো চলে সারা শহরময়
কেটে গেছে বন্যা-পানির ছুটে আসার ভয়।
কাক-শকূণের বিপদ ভারি উড়ছে আকাশ জুড়ে
পচা খাবার বানের জলে ভাসিয়ে নিল দূরে।
কষ্টগুলো পষ্ট হয়ে নষ্ট করে বেলা
নিজের হাতে তৈরি এসব ইঁদুর বিড়াল খেলা।
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪
চিটাগং এক্সপ্রেস বলেছেন: কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ ।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাইট!!
শুভেচ্ছা।
৩| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আপনার ছড়া-কবিতার একজন ভক্ত পাঠক।
লেখার পর আপনি কি বানান গুলো চেক করেন না?
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সময় স্বল্পতা আর আবেগের বেগ এসব মিলে বানানের দিকে হয়তো নজরটা ঠিকমতো পড়েনি। সজাগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল