![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেড় বছরের ছেলে
বারান্দাতে ফেলে
মামনি তার পরের ছেলের যত্ন-আত্তি করে;
ঘরের মালিক বলে
দেখিস কোনো ছলে
কোনোভাবেই ছেলেটি তোর আনবি না এই ঘরে।
অনাহারে বারান্দাতে ঘুমায় নিজের ছেলে
পরের ছেলে খায়না তবু খাওয়ায় ঠেলে ঠেলে।
মুখ ফুটে না মায়ের বুকে দুঃখ করে খেলা
নিজের হাতে যতন করে ছেলের অবহেলা।
ঘরে বাইরে এমনই অনেক ঘটছে কত দৃশ্য
সুখ দুখ আর কষ্ট যাতনা বয়ে চলেছে বিশ্ব।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: এদের ঘৃণা জানাবার ভাষা নেই।
শুভেচ্ছা নিবেন।
২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০২
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবির নিষ্ঠুরতা যেন জবান পেল কাব্যে
আর কতকাল দেখতে হবে এমন নিষ্টুরতা
জাগবেনাকি মানুষ মনে মনুষত্য মানবতা???
+++
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: কাব্যে জবাব দিয়েছেন সাচ্চা।
ধন্যবাদ।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রীতি নিন।
৫| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯
নীলপরি বলেছেন: মর্মভেদী কবিতা । ++++
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: তাহাদের মর্ম যদি ভেদ করিতে পারিতাম!!
৬| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫০
Munna Bhai বলেছেন: অতুলনীয়
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের মন্তব্য ও মতামতের মূল্য অনেক।
আমি উৎসাহ পাই, অণুপ্রেরণা লাভ করি।
সবাইকে অশেষ ধন্যবাদ।
৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
তপোবণ বলেছেন: ছবির মধ্যে যা লেখা ছিল কবিতায় তা প্রাণ পেল। মনের বেদনাটি আপনি ফুটিয়ে তুলেছেন অতুলনীয় ভাবে। খুব ভাল লিখেছেন কবি। শুভকামনায়।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধন্রবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১
মৌমুমু বলেছেন: এ ছবিটা আমি অনেকদিন আগে দেখেছিলাম ফেইসবুকে।
সেদিনও ঘৃনা জানিয়েছিলাম সেই সব অমানুষদের প্রতি। আজো আবারো জানালাম।
খুব সুন্দর লিছেছেন।
ভালো থাকবেন।