![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহর যখন ডোবে...
তোমরা তখন ফেটে পড় অন্তবিহীন ক্ষোভে।
শহরের ওই পাখিগুলো কী খাবে রোজ বলো
ডুবে গেছে শহর জমিন দুচোখ ছলো ছলো।
ছুটে বেড়ায় পাখিগুলো পচিম থেকে পূবে
পায় না খাবার পাখিগুলো গেছে সবই ডুবে।
ধৈর্য ধরে বসে থাকে ফিরবে কবে দিন
হয় না তাদের ঝগড়াঝাটি হয় না কোনো ঋণ।
কে যে কখন কী যে হারায় কিম্বা ফিরে পায়
জানে না কেউ ভাগ্য চাকা ঘুরে কখন হায়!!
২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা, ভাল বলেছেন ধুতরার ফুল।
শুভেচ্ছা।
৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে এটিও। ছড়ায় মুগ্ধতা রইল বাস্তবতা দেখে।
প্রিয় কবির জন্য শুভকামনা সবসময়।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মুগ্ধতায় আমি খুশি।
শুভেচ্ছা নিবেন।
৪| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাম! অসম্ভব সুন্দর ভাবধারায় বাস্তবতার কাব্যরুপ। ভালো লাগা জানবেন।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগায় আমি উৎসাহ বোধ করছি। অনেক অনেক শুভেচ্ছা।
৫| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
তারেক ফাহিম বলেছেন: প্রিয় কবি, ভালোই আছেন??
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি ভাল আছি। আপনার কুশল জানাবেন।
৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আমার যদি প্রচুর টাকা থাকতো।
পি-কাপ ভরতি করে তাদের জন্য খাবার ওষুধ আর কাপড় নিয়ে যেতাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০
ধুতরার ফুল বলেছেন: শহর ডূবে ডুবুক,
আমরা আছি সুখে,
এতেই সকল সুখ।
মানুষ যেখানে ইচ্ছা সেখানে যাক । কারো কোনো দরকার নাই। ভোটের সময় তাল দিলেই হল।