![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুতো ছেঁড়া ঘুড়ি
টাটা দিয়ে এলেবেলে যাচ্ছে উড়ে উড়ে
মাঠ পেরিয়ে বন পেরিয়ে উঠল পাহাড়চূড়ে।
পাহাড় থেকে মেঘের ভেলায় যাচ্ছে ভেসে ভেসে
দূর আকাশের নীল পরিরা বলল তাকে এসে
কোথা থেকে এলেরে ভাই কোথায় যাবে চলে
সুতো ছেঁড়া ঘুড়ি তখন বলল চোখের জলে-
ওই যে নিচে মাঠের বুকে দাঁড়িয়ে আছে খোকা
ঘুড়ি বানায় ঘুড়ি উড়ায় ঘুড়ির বড় পোকা।
সুতো ছিঁড়ে হেলে দুলে এলাম তোমার দেশে
লাটাই হাতে খোকা কাঁদে কী হবে তার শেষে।
ঘুরে ঘুরে মেঘ পাহাড়ে ঘুড়ি এলো চলে
মিশে গেল শিশুর সাথে হাস্য কোলাহলে।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আহা একটু যদি শুনতে পেতাম আজাদ ভাইয়ের গান
সুরের তালে নেচে গেয়ে ভরিয়ে দিতাম প্রাণ!
শুভেচ্ছা নিন।
২| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি।
ভালো লাগলো ++++++
শুভকামনা আপনার জন্য
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: ওহ চমৎকার লিখেছেন , আমি তো গান বানিয়ে মনে মনে গেয়ে ফেলেছি।
অনেক অনেক ভাল লাগা।