![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় যেন হারিয়ে গেল দেখি না এই দৃশ্য
বদলে গেছে হাল চাষাবাদ বদলে গেছে বিশ্ব।
পাট পচানো গন্ধ আহা পাই না কত কাল
চাষীর কাঁধে লাঙল জোয়াল কোথায় গেল হাল
পাটখড়ির ওই খাঁচার ভেতর লুকোচুরি খেলা
ছবি দেখেই মনের ভেতর শিশুরা দেয় ঠেলা।
২| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: এই দৃশ্যগুলো আমাকে কাঁদায়।
ধন্যবাদ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
হানিফঢাকা বলেছেন: আগে আমাদের গ্রামে এইটা কমন দৃশ্য ছিল। এখন দেখা যায় না। আগে সাধারণত জমিতে দুইবার ধান চাষ করত এবং বাকি সময় পাট, গম, সরিষা, কলাই এই সব করত। এরপর ইরি ধান আসার পরে এখন সবাই তিনবার ধান চাষ করে। ধান ছাড়া সাধারণত এখন আর কেউ তেমন কিছু করে না।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন।
এ দৃশ্য আর কমোন নয়। ছবিটা দেখে অতীতে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: এই দৃশ্য আমার গ্রামে আছে। শুধু খেলোয়াররা নেই।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবি, সুন্দর বলেছেন।
আগের সেই সোলার গাছার ফাঁকেফাঁকে এখনকার ছেলেরা খেলার সুযোগ পায় না।