![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ গেল উপুড় হয়ে
বাতাস দিল ঝড়
বৃষ্টিজলে মাখামাখি
ডুবছে বাড়িঘর।
কোথায় যাবে মানুষগুলো
কোথায় খাবে তারা
মাথার উপর খোলা আকাশ
পায়ে জলের ধারা।
মানুষ পশুর আহাজারি
আছে খাবার ছাড়াই
যেখান থেকে যে-টুক পারি
হাত দুটো আজ বাড়াই।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী কবিতা । সুন্দর +
বন্যাদূর্গত পাশে দাড়াবে সক্ষম ব্যক্তি সেই কামনা থাকলো ।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুধু সক্ষমরা কেনো ভাই? অক্ষমরাওতো কিছু করতে পারে।
শুভেচ্ছা রইল।
৩| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
শুভ্র বিকেল বলেছেন: দারুণ হয়েছে। শুভ কামনা।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ নিন।
৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: বিএম বরকতউল্লাহ ,
সঠিক সময়ে , সঠিক ছন্দে , সঠিক আহ্বান .................
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। সময়োপযোগী ছড়া।
ভাল থাকবেন।
৫| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: অক্ষমরা তো বানভাসি তারা পারে মরতে।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল হয়েছে