![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক লয়েছে লাঠি
লাঠির আঘাতে চূর্ণবিচূর্ণ
হাতের কলম-কাঠি।
কলমের জোর কমে গেছে নাকি
কমেছে মগজ বুদ্ধি
কলমের বদল লাঠিতে এবার
করব আত্নশুদ্ধি!!
২| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫
হিমাংসু বিপ্লব বলেছেন: সত্যতা খুঁজে পাই.........
৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
তারেক ফাহিম বলেছেন: কবিতা না হুমিকি বুঝতে পারছি না।
৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: কলমের জোর কমে গেছে নাকি
কমেছে মগজ বুদ্ধি
কলমের বদল লাঠিতে এবার
করব আত্নশুদ্ধি!!
দারুন!!
কলমের জোর আসলে কমেনি।
৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮
শুভ্র বিকেল বলেছেন: দারুণ বলেছেন, কলম নয় লাঠি দিয়েই শুদ্ধি অভিযান চালাতে হবে।
৬| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১
আমপাবলিক বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বর্তমান পরিস্থিতি দেখে আপনার কথা সত্যই মনে হচ্ছে।