![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু আজ পেছনে ফেলে
বন্ধুর পথে হেঁটে
ভেবেছে তারা জীবন থেকে
দুঃখ গিয়েছে কেটে।
গতরে তাদের যাতনা চিহ্ন
সব নিয়েছে কেঁড়ে
সুখ আসে না সুখের বদল
দুখেরা আসে তেড়ে।
এতটুকু ঠাঁই পেয়েছে যে তাই
এতেই জীবন রক্ষা
কোথায় ঠেকেছে মানবতা আজ
জানিনে স্বরূপ ব্যাখ্যা!
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ আপু।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
করুণাধারা বলেছেন: ভাল লাগল। বেশ কিছুদিন পর এলেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। অনেক বিজি হয়ে পড়েছি সামনের বইমেলার পাণ্ডুলিপি তৈরির কাজে।
ভাল থাকবেন আপু।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
এম আর তালুকদার বলেছেন: খুব ভাল ভাবে উপস্থাপিত হয়েছে ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম ছড়া কবিতায়, সুন্দর কথাগুলোতে সারাংশ উঠে এসেছে।
তাতে অন্তত হয়েছে মাথা গুজার ঠাই,
এই'বা কম কিসে যেথা মানবতা নাই!
কত দুঃসাহসী উদারতায় আমার দেশ,
আমি মুগ্ধ গর্বিত কাঙ্ক্ষিত থাকুক বেশ।
শুভকামনা রইল কবিবর