![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্টো বুড়োর কাণ্ড দেখে বল্টু হাসে ফিক
হাসিগুলি পাখনা মেলে ঘুরছে চতুর্দিক।
হি হি করে ছুটে এলো গাঁয়ের ছেলেমেয়ে
এরাও হাসে হি হি করে উল্টো বুড়ো পেয়ে।
কী হয়েছে কী হয়েছে বললো জোয়ান বুড়ো
হাসি দেখে মনটা এদের করছে উড়ু উড়ু।
এরাও হাসে তারাও হাসে ফুটল হাসির খই
পাড়া জুড়ে হাসির তোড়ে মস্ত হই চই।
কী করেছে উল্টো বুড়ো হাসির কারণ কী?
বলল সবাই উল্টো বুড়ো পান্তাতে খায় ঘি!
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল এবারও। সুন্দর কবিতা, মুগ্ধতা রইর কথামালায
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগলমি. নয়ন। শুভেচ্ছা নিবেন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
করুণাধারা বলেছেন: উল্টোবুড়োর ছড়াটা মজার। কাতুকুতু বুড়োর কথা মনে পড়ল।
আর যেখানে যাওনাকো ভাই সপ্ত সাগর পার
কাতুকুতু বুড়োর কাছে যেওনা খবরদার।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনারটা আরও মজার। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
তারেক ফাহিম বলেছেন: পান্তাপান্তা ঘি!!