![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ তুমি পাহাড়কোলে ঘুমিয়ে পড়ো, যাও
আমি এখন আমার মতো সাজাই ভেজা মাটি
নদীর জলে পাল তুলে ঐ ছুটে চলে নাও
দেখো আমি নিজের মতো করব পরিপাটি।
ওই যে দূরে কাশের বনে হাওয়ায় তোলে ঢেউ
ফুল যদি না ফোটে তবে দেখবে এসব কেউ?
ফিঙে, দোয়েল, কীটপতঙ্গ আরো অনেক পাখি
কাশবনেতে খেলবে তারা করবে ডাকাডাকি।
সাদা সাদা রঙ এনেছি বিলিয়ে দেবো বনে
জাগিয়ে দিব সুখের পরশ সবার মনে মনে।
বকের মতন সাদা পালক নদীর কুলে কুলে
দেখবে চেয়ে অবাক হয়ে কাশের ফুলে ফুলে।
মেঘ তুমি বৃষ্টি হয়ে এসো না আমার বনে
কাশফুলের বাগান সাজাই মাটির প্রয়োজনে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর লাগল কবিতা। আপনার কবিতাগুলো বেশ মায়াময়....
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল লাগলো কবিতা, সুন্দর ভাব প্রকাশ। অনেক গভীরতা পেলাম শেষের লাইন দুটিতে।
শুভকামনা রইল প্রিয় কবির জন্য