![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর পাড়ে কাশের বনে ঢেউ খেলে যায় হাওয়া
দৃশ্য আহা এমন মজার যায় না কোথাও পাওয়া।
ছুটে গেলাম বনের ভেতর আদর দিল ফুলে
নিলাম কিছু হাতের মুঠোয় কিছু দিলাম চুলে।
ফেরার সময় কাশের পরি বলল আমায় ডেকে
খোকা তুমি কাশের বনে যাও না ক'দিন থেকে।
থেকে গেলাম পরির সাথে ঘুরছি কাশের বনে;
ইচ্ছে মতো উড়ে বেড়াই সুখ পেয়েছি মনে।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত।
আমার শুভেচ্ছা নিবেন।
২| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +।
এখনকার কবিতায় শরতের কাশবনের ঘনঘটা সুস্পস্ট ।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: যাকে বলে সিজনাল ছড়া। হাহহা।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর +।
০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ চমৎকার লাগল।