![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট কাকার মাথা জুড়ে মস্ত বড়ো টাক
ঘাড়ের রগে কেমন জানি ডানে বামে বাঁক
মুখটা কাকার ভালই ছিল বোঁচা মতন নাক
বাইরে গেলে ডেকে উঠে দুষ্ট কটি কাক।
ওমনি কাকা ক্ষেপে গিয়ে জোরসে মারে ঢিল
অবাক ব্যাপার কাকের বদল ওড়ে ভুবন চিল।
কেউ হাসে না কাকার ভয়ে হাসলে খাবে কিল
কিলের ধরন বলব কী আর গাছে পড়ে শিল।
শিশুরাতো বেজায় খুশি পেয়ে পাগল কাকা
ভয়ের মাঝে দেখে তাকে মুখটা করে বাঁকা।
এসব দেখে কাকা যখন হঠাৎ মারে হাঁক
মাথার উপর উড়ে বেড়ায় দুষ্ট পাঁতিকাক!
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪০
এম আর তালুকদার বলেছেন: বাহ, ভাল লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি খুশি।
শুভেচ্ছা নিন।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: পাতি কাক তো ভীষণ দুষ্ট ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল হয়েছে ভাইয়া।