![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শিশু আপন মনে গাছের ডালে বসে
কী হবে সে মনে মনে দেখছে হিসেব কষে।
পেয়ে গেছি, হবোই আমি সুতো ছেঁড়া ঘুড়ি
ঘুড়ি হয়ে হাত-পা মেলে যাচ্ছে শিশু উড়ি।
এলে বেলে বন পেরিয়ে সাগর দিল পাড়ি
ধীরে ধীরে হারিয়ে গেল চেনা ঘর ও বাড়ি।
হঠাৎ হাওয়ার গতি পেয়ে ছুটল উপর দিকে
কালো মেঘের বাধাগুলো সরালো এক কিকে।
জোছনা ঢেলে হাসিমুখে দাঁড়িয়ে আছে চাঁদ
উঠল জেগে ঘুড়ির মনে চাঁদে যাওয়ার সাধ।
সুতোবিহীন মুক্ত ঘুড়ি ছুটল চাঁদের দেশে
হাত বাড়িয়ে টেনে নিল চাঁদের বুড়ি এসে।
ঘুরে ঘুরে চাঁদের দেশে ফিরে এলো বাড়ি
উঠল জেগে শিশুর মনে হবে মটর গাড়ি!
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা
সুন্দর বলেছেন গাজীভাই।
শুভেচ্ছা নিবেন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ওনেক দিন পর ব্লগে আপনাকে পেলাম।
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ডেইলি কমপক্ষে তিনবার ব্লগে আসি।
ভাল থাকবেন।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
এই ব্লগের কাব্য জগতে ছন্দময় কবি বলতে আমি বিএম বরকতুল্লাহ কেই চিনি...
খুব সুন্দর লেখেন আপনি...
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে আনন্দ পাচ্ছি। সাথে অনেক উৎসাহও পাচ্ছি।
সাধুবাদ রইল। ভাল থাকবেন ভাই।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর। +
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনার ছন্দ আছে, মন আছে; কিন্ত হাসি খেলায় মত্ত আছেন