![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলে ও মাছ
জেলের জালে আর মাছ পড়ে না। বারবার জাল ফেলে নদীতে। একটা মাছও উঠে না জালে। মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে জেলে।
জেলেভাই, ও জেলেভাই, শোনো, শোনো।
পেছনে ফিরে তাকালো জেলে।
একি! নদীর চিকচিক পানিতে রূপালি একটা মাছ। মাছটি মাথা তুলে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে।
মাছটি বলল, তুমি প্রতিদিন এখানে এসে মাছ ধরে নিয়ে যাও। আজ মাছ পাওনি। কোনো চিন্তা করো না তুমি। এখনই জাল ফেলো নদীতে।
জেলে অবাক হয়ে বলল, জাল ফেলে লাভ কী? মাছেরা তো আর লাফিয়ে এসে আমার জালে পড়ে থাকবে না।
সে আমি দেখছি। বলল মাছটি। মনে আছে তোমার, তুমি আমার একটা বড়ো উপকার করেছিলে?
উপকার! আমি মাছ ধরি, মাছ বেচে সংসার চালাই। এর মধ্যে উপকারের কি আছে।
মাছটি বলল, একদিন তোমার জালে আটকা পড়েছিলাম আমি ও আমার বাবা। তখন বাবা বলেছিলেন, জেলেভাই, আমাকে নিয়ে যাও। আমার ছেলেটার বয়স খুবই কম। তাকে ছেড়ে দাও। বড় হয়ে সে তোমার কোনো উপকারেও আসতে পারে। তুমি তখন আমাকে ছেড়ে দিয়েছিলে, মনে পড়ে তোমার?
চুপ করে দাঁড়িয়ে রইল জেলে।
মাছটি বলল, সেদিন আমাকে ছেড়ে দেওয়ার পর আমি নতুন করে জীবন পেয়েছিলাম। মনে মনে বলেছিলাম, বেঁচে থাকলে এই জেলেটার উপকার করবো আমি। এখন বড় হয়েছি। আমি এ এলাকার মাছেদের সর্দার। আজ তোমার বড় বিপদ। সুযোগ দাও আমাকে, তোমার উপকার করবো আমি।
জেলে অবাক হয়ে বলল, তুমি আবার কী উপকার করবে আমার!
মাছটি বলল, আমাকে আগে উপকার করতে দাও তো। তারপর অন্য কথা। এখন জাল ফেলো দেখি নদীতে।
নদীতে জাল ফেললো জেলে। জাল ভরে গেলো মাছে। জেলের মুখে হাসি ফুটে উ?লো। সে খালই ভরা মাছ নিয়ে চলে গেলো। আর কোনো অভাব থাকলো না জেলের।
(প্রকাশিত গল্প)
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
অনিক_আহমেদ বলেছেন: উপকারী মৎস।
ভালো গল্প।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যা পড়ে ছিলাম ছোট বেলায়
বড় বেলাতেও ভালো লাগলো।
কারো উপকার করলে তার
প্রতিদান কোন একদিন ঠিকই
পাওয়া যায়
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। শুভেচ্ছা নিন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
জালে ধরা পড়ে অকালে প্রাণ দেয়া মাছের প্রাকৃতিক ইনষ্টিংক্ট হওয়ার কথা নয়; মাছে সর্দার যদি সাথীদেরকে জেলের জালে ফেলে, সেটা প্রাকৃতিক জীবন-ভাবনা হতে পারে না; লজিকহীন, মরালহীন গল্প; ভালো কাহিনী নয়।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে এটা নিতান্তই শিশুতোষ গল্প।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+