![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ভালো নেই খুব ভালো নেই
বিরূপ আবহাওয়া
শীতে কাতর আঁতর আলীর
হয়না কোথাও যাওয়া।
জীর্ণ ঘরে শীর্ণ দেহ ছেঁড়া কাঁথার তলে
আষ্টমুখের সংসারে তার দুখের আগুন জ্বলে।
কেউ নিল না কেউ নিল না আঁতর আলীর খোঁজ
উপোস থাকে আঁতর আলী কষ্ট করে রোজ।
এমনি কতো আঁতর-কাতর শীতের কোলে হারায়
কেউবা তখন উড়ায় ফানুস কেউবা পাশে দাঁড়ায়।
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আঁতর আলীদের জন্য খারাপ লাগছে না মেডাম?
শুভেচ্ছা নিন।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো আতর আলীর কবিতা, অনেকেরই অবস্থা আতর আলীর মতই
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আঁতর আলী কাতর হয়ে বলল তারেক ভাই
ভাল লাগল কবিতাটি, আমার খবর নাই!!
ধন্যবাদ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: আহারে কি কষ্ট!!!
এরকম আতর আলী সমাজে বহু আছে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
ধ্রুবক আলো বলেছেন: বাস্তব কথা ফুটে উঠেছে। ভালো লাগলো।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভালো লাগলো। এবার শুভেচ্ছাটুকু নিন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ! বাস্তববোধ ফুটিয়ে তুলেছেন ছড়ার কথামালায়।
কত আঁতর'রা হাড় কাঁপানো শীতে খোঁলা আকাশের নিচে কষ্ট করছে! কে রাখি কার খবর!!
মানবতার জয় হোক,
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: দুটো কাপড় হাতে করে যাও না জাহাঙ্গীর
এতেই খুশি গরিব মানুষ এতেই তুমি বীর।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল