![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বুড়ি আজব বুড়ি
এলো যখন গাঁয়ে
ঝটা-মটা মাথার চুলে
লোহার শেকল পায়ে।
বুড়ির পিছু ঘুরছে মানুষ
মারছে গালি ঢিল
ক্ষেপে গিয়ে আজব বুড়ি
বনিয়ে দিল চিল।
গাঁয়ের মানুষ চিল হয়েছে
উড়ছে বাড়ি ঘরে
খিল আঁটিয়ে শিশু-কিশোর
কাঁপছে বুড়ির ডরে।
চিল নামে না খিল খোলে না
বুড়ি হলো চিৎ
বুড়ির কোপে নামলো নাকি
হাঁড় কাঁপানো শীত!!
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর হইছে
ফাতেমাপু কইছে
শীতের হাওয়া
উত্তুরে বইছে।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আজব ছড়া বেশ মজার হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: বেশ মজার হয়েছে
মোস্তফা ভাই কয়েছে।
লাগবে না বেশ বেশ
হয়েছে হয়েছে।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাাহা
তারপর চিলের আর বুড়োর কি হলো।
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাবনাগুলো ছুটে গেল বুড়ো এবং চিলে
শিশুর প্রতি হয়না মায়া কলি আপুর দিলে!!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: ছোট করে এক কথায় বলি- 'সুন্দর'।
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর কথাটা
সুন্দর করে
বলেছেন তাই আমি
রেখেছি ধরে।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: দারুণ মজার তো!
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: কেমনে হলো দারুন মজা শীতে পাগল দেশ
নাকি ছড়া দারুন হলো ছন্দ-তালের রেশ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন শীত।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: সেলিম ভায়ের দারুন শীত
কাঁপছে লেপের তলে
ধুঁয়ার মতো কুয়াশারা
নামছে দলে দলে।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছন্দময়! ভালো লাগা রইল।
শীতের বুড়ি বেজায় দুষ্টু
করল এই-কী কারবার!
শীত নামাল হাড় কাঁপানো
যুঁ-নাই বাহির যাওয়ার।।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: নাঈম ভাই ছন্দ-তালে যা বলেছেন ভাই
শীতের জন্য এরচে ভারী কবিতা আর নাই।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
ধ্রুবক আলো বলেছেন: শীতের ছড়া ভালো লাগল। শীতের তীব্রতা বেশ রকম এবার।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধ্রুবক আলো বলল যখন শীতের ছড়া ভালো
েতজ কমেছে শীতের এবার সূর্য দিল আলো।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: বাহ । দারুন লাগলো ।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাফসা আপুর দারুন লাগায় আমি অনেক খুশি
আরো ভালো লেখার ইচ্ছে মনে মনে পুষি।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১
কামরুননাহার কলি বলেছেন: হাহাহহাহ
ঠিক ধরেছেন, শিশুদের প্রতি আমার একটুও মায়া নেই। কিন্তু ওরা আমাকে কেনো জানি খুব ভালোবাসে। আর ওদের খুব মারতে ইচ্ছে করে আমার। হাহাহাহাহাহ
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ওরা ভালবাসে বলে
মার দিতে খুব
হাত করে নিসপিস!
আদরে আদরে
স্নেহের চাদরে
রাগারাগি ডিসমিস।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে