| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
শীতের কলস উপুড় হলো
নূপুর পায়ে কনকনা
লাগছে গায়ে হিমেল হাওয়া
শীতের কাঁপন অল্পনা।   
কাঁথার তলে লুকিয়ে থাকে
দাদুর সাথে কল্পনা
ঘুরে বেড়ায় শীতের দানব
একেবারে গল্প না।
 
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যি দাদা গল্পনা।
২| 
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছড়া।
৩| 
১৫ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন: 
বিশ্বের জলবায়ু দ্রুত বদলাচ্ছে,বাংলাদেশের মানুষের জন্য শীতল আভাওয়া ভয়ংকর সমস্যা হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৫১
তারেক ফাহিম বলেছেন: গল্পনা কিন্তু।