![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো প্রেম এসে মাথাচাড়া দেয়
তাকে নিয়ে ভাববার কই অবকাশ
টের পেয়ে বউখানা আঁতিপাঁতি খোঁজে
পেলে নাকি ফেলে দিবে জীবন্ত লাশ!
ধুকপুক বুকখানা চিনচিনে ব্যথা
হারানো প্রেম এসে করে তোলপাড়
এই হাসি এই কাঁদি ঘুরে হয়রান
বুক জুড়ে সুখ নেই শুধু হাহাকার।
কিরা কেটে বললাম, সব ভুলভাল
তুই হলি জীবনের সবটুকু ধ্যান
তারপরও বউখানা কাঁপুনি দিয়ে
পড়ে গিয়ে মাটিতে হারালো জ্ঞান।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: বিপজ্জনক কবিতা, তাও ভাল লেগেছে জেনে হাঁপ ছেড়ে বাঁচলাম।
শুভেচ্ছা নিন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো ভাই,তবে ভাবী এই কবিতার কথা জানলে আপনার খবর আছে ।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: অলরেডি খবর হয়ে গেছে। বিপদে আছি ভাই। দোয়া কইরেন।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: মেয়েরা বর এর এক্স জি এফ কে সহজে মেনে নিতে পারে না । মেয়েরা সর্বদা চায় তার বর এর মনে সে একাই রাজত্ব করবে । ঐখানে অন্য মেয়ের নাম আসা মানে সকল সুখের অবসান । তাই পুরাতন কে ভুলে থাকাই ভালো । অশান্তি ছাড়া সে কল্যান কিছু বয়ে আনবে না ।
কবিতা ভালো লাগলো ।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: কেন যে তারা বোঝে না অতীত
হয়েছে ছিন্ন ভিন্ন
মাঝে মাঝে কেন আসা যাওয়া করে
রেখে যায় পদচিহ্ন!
ধন্যবাদ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি- বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: এমনিতে আছি বিপদে আমি
খোঁজেন কেন বাস্তবতা
প্রমাণ পেলে বউটি আমার
করবে আমায় ছিঁড়ে কাঁথা।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
জাহিদ অনিক বলেছেন:
প্রেম কখনো পুরানো হয় না।
প্রেম কখনো হারিয়ে যায় না।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: কে বলেছে এসব কথা দেখান দিখি প্রমাণ
বউকে আমি ভালবাসি সত্যি সমান সমান।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো