![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম নিয়ে ঘাটাঘাটি করব না আর
এই আমি কানে ধরে করেছি শপথ
অতীতের যত প্রেম গিয়েছি ভুলে
হিংসুক বউ এক ঘটাবে বিপদ!!
কবিতা আর গল্পেও সন্দেহ তার
আমি নাকি দিনরাত করিতেছি প্রেম
ব্লগে আর ফেসবুকে চোখ রাখে সে
দিনে দিনে গজিয়েছে মহাপ্রবলেম।
লিখিবার আগে যদি ভাবি কিছু একা
বউ বলে অতীতের প্রেম নিয়ে ভাবি
প্রলাপে বিলাপে সে করে তোলপাড়
কখন যে কে এসে করে কোন দাবি!
এই নয় শেষ কথা আরো কথা বাকি
বউ বুঝি আসিতেছে এইখানে রাখি!
২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
নয়ন বিন বাহার বলেছেন: বাহ! অনেক হাসি।
বউ আসলে একটা জাতি।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
ধ্রুবক আলো বলেছেন: মজার কবিতা।