![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্টো বুড়োর কাণ্ড দেখে বল্টু হাসে ফিক
হাসিগুলি পাখনা মেলে ঘুরছে চতুর্দিক।
হি হি করে ছুটে এলো গাঁয়ের ছেলেমেয়ে
এরাও হাসে হি হি করে উল্টো বুড়ো পেয়ে।
কী হয়েছে কী হয়েছে বললো জোয়ান বুড়ো
হাসি দেখে মনটা এদের করছে উড়ু উড়ু।
এরাও হাসে তারাও হাসে ফুটল হাসির খই
পাড়া জুড়ে হাসির তোড়ে মস্ত হই চই।
কী করেছে উল্টো বুড়ো হাসির কারণ কী?
বলল সবাই উল্টো বুড়ো পান্তাতে খায় ঘি!
২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক শুভেচ্ছা আপু।
২| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা আর ধন্যবাদ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০
সচেতনহ্যাপী বলেছেন: আমি বোধহয় প্রথম এলাম।। এসেই মুগ্ধ।।
২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার মুগ্ধতায় আমি আনন্দিত।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে