![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট কাকার মাথা জুড়ে মস্ত বড়ো টাক
ঘাড়ের রগ কেমন জানি ডানে বামে বাঁক
চেহারা-ছুরত ভালই তবে বোঁচা মতন নাক
বাইরে গেলে ডেকে উঠে দুষ্ট কটি কাক।
কেউ হাসে না কাকার ভয়ে হাসলে খাবে কিল
কিলের ধরন বলব কি আর পাতায় পড়ে শিল।
পাড়ার শিশু বেজায় খুশি পেয়ে পাগল কাকা
সামনে গিয়ে একটু যদি মুখটা করে বাঁকা।
ওমনি কাকা বেতাল নাচে করবে হাঁক-ডাক
অবাক ব্যাপার মাথার ওপর ওড়ে পাঁতিকাক!
২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। ছোটোদের জন্য লিখা খুবই কঠিন। অনেক কিছু ভেবেচিন্তে লিখতে হয়।
আমি ছোটদের নিয়ে লিখি এবং এ পর্যন্ত আমার ১৭টি বই আছে।
আর এবারের একুশে বইমেলাতে আমার পাঁচটি বই আসছে। এর মধ্যে একটি ছড়া-কবিতার বই।
ভাল থাকবেন।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত আপনার মন্তব্য পড়ে। শুভেচ্ছা নিন।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো।
২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬
করুণাধারা বলেছেন: ছোটদের উপযোগী কবিতা লেখা কঠিন কাজ- কিন্তু আপনি কাজটা ভালই পারেন। বইমেলায় ছোটদের জন্য কোন বই লিখেছেন?