![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেয়ালের মরণ দশা...
যখন দেখে সম্মুখে এক ক্ষুধিত সিংহী বসা;
ইনিয়ে বিনিয়ে এটা সেটা কয়
কথাও ফুটে না মনে বড় ভয়
জড়োসড়ো হয়ে ছোট হয়ে যায় হাতির সামনে মশা!
আমি কি আসি সামনে তোমার এতটা সাহস কই
তুমি মহারানি তোমার ভয়ে বনেতে লুকিয়ে রই।
একটা হরিণ ডান দিকে গেছে বড় সে আমার চেয়ে
পথের পাশে পালিয়ে আছে তোমার আভাস পেয়ে।
ক্ষুধিত সিংহী বনের ভেতরে হরিণ খুঁজে মরে
ছোট্ট শেয়াল এই সুযোগে চলে যায় নিজ ঘরে।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: পিলাচ পেয়ে অনেক খুশি।
শুভেচ্ছা নিন।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বেশ হয়েছে...
২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার পোষ্ট পরেই দিন শুরু করলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: দিনটা যদি ভাল যায় তবেই হবে রক্ষা!!
নূর ভাইকে অনেক সাধুবাদ জানাই।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
জনৈক অচম ভুত বলেছেন: শক্তির চেয়ে বুদ্ধি বড়।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি, আপনি ঠিক ধরেছেন। ধন্যবাদ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
২১শে-তে কোন বই আসছে এবার?
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল আছি দাদা।
বেশ কয়েকটা বই আসছে।
স্টল নং, ৩৭৮, ৫৬৪. ৬৭১, ৬৬৬
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪
ব্লগ বাংলা মেইল বলেছেন: আরো ভালো হতে হবে ।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শিয়াল মামাকে যথার্থ মর্যাদা দিয়েছেন কবিবর,
মুগ্ধ শিয়ালদার বুদ্ধিমত্তায়
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি ভাল সমালোক হতে পারতেন।
আপনি খুব সহজেই লেখার মূল ভাবটা শনাক্ত করে ফেলতে পারেন।
আমার ভালবাসা নিন।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন সুপ্রিয়।
আপনার বই প্রকাশের সংবাদ পেয়ে অনেক খুশি ও প্রত্যাশিত আমি।
শুভকামনা আপনার জন্য সবসময়।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
পিলাচ দিলাম।
কোবতেখানা বালা হইছে