![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মায়ের চোখের আলো কে নিয়েছে কেড়ে
কোথায় পাবো আলোর পিদিম এনে দিবে কে রে।
পূর্ণিমা চাঁদ দিলে না ভাই একটুখানি আলো
সুয্যি মামা রোদের কণা দিলেই হতো ভালো।
কেউ দিল না কেউ দিল না ফিরে এলাম শেষে
হঠাৎ দেখি ঝোঁপের ধারে যাচ্ছে আলো ভেসে।
ছুটে গেলাম বনের ধারে জোনাক পোকার কাছে
প্রদীপ জ্বেলে আলোর পোকা উঠল গিয়ে গাছে।
ভাইটি আমার একটু আলো দিতি যদি মাকে
দেখে যা তুই অন্ধ মা-টি ঘরের কোনে থাকে।
চোখের আলো পেলে আমায় দেখতো হৃদয় ভরে
দিবিরে ভাই একটু আলো যাই নিয়ে আজ ঘরে।
আমার হাতে আলোর কণা দিল জোনাকপোকা
মেখে দিলাম মায়ের চোখে ডাক দিল মা খোকা
ছুটে গেলাম মায়ের কাছে দেখল আমায় চেয়ে
জোনাকপোকার আলোতে মার ভুবন গেল ছেয়ে।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম। আমারও ভাল লাগল।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
শাহিন-৯৯ বলেছেন: মাকে নিয়ে অসাধারণ কবিতা। খুব ভাল লাগল।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: জোনাক কাব্য দারুণ লেগেছে।
জোনাক পোকা আমার খুব প্রিয়।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। ভাল থাকবেন।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভালো লেগেছে জনাব।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি উৎসাহ বোধ করছি ভাই। ধন্যবাদ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কথাগুলো
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১২
কিরমানী লিটন বলেছেন: "আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে"
কবি আল মাহমুদের নোলক কবিতাটি মনে পড়ে গেলো। অনেক সুন্দর।
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: লিটন ভাই অশেষ ধন্যবাদ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: অশেষ ধন্যবাদ।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো +।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: উৎসাহ বোধ করছি ভাই। ধন্যবাদ।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
আটলান্টিক বলেছেন: মন ছুয়ে যাওয়ার মতো কবিতা।
কবিতায় ++++
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি আনন্দিত ও উৎসাহিত।
আপনাকে অশেষ ধন্যবা।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১
বিজন রয় বলেছেন: পিদিম শব্দটি আমার খুব পছন্দ।
কবিতা পড়ে কাজলাদিদি'র কথা মনে পড়ল।