![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করে উঠলো ক্ষেপে ষাঁড়
বাহির থেকে কে দিয়েছে তাড়া
রাখাল ছেলের পরাণ বুঝি যায়
তাগড়া গরু দিয়েছে গা ঝাড়া।
কাদাজলে উঠছে তুফান ঝড়
ক্ষুরার ঘায়ে উড়ছে ধুলোবালি
তীরের বেগে দেৌড়ে ছুটে গরু
ব্যর্থ রাখাল দিচ্ছে বেদম গালি।
মাঝে মাঝে এমন কিছু ঘটে
বন্দি থেকে মুক্তি পেতে চায়
শক্তি সাহস প্রকাশ করে দেখে
শক্ত রশির বাঁধন ছেঁড়া দায়!
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: দেৌড়ের চোঁট কেমন দেখেছেন!!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
শাহিন-৯৯ বলেছেন: ছোট বেলায় মাঠে গরু আনতে গেলে এরকম হর-হামেশা হত।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: এবার ছোটোবেলার কাহিনিটা দখেন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্য!
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপু আমার শুভেচ্ছা নিন।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: শেষের চার লাইনটা বেশ নাড়া দিয়ে গেল।।
কিন্তু মাঝে মাঝে সফলও হয়।।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন।
আমার শুভেচ্ছা নিন।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: শেষাংশ অর্থবহ।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
করুণাধারা বলেছেন: অর্থবহ দারুন কাব্য!
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক ধরেছেন। ধন্যবাদ।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: দে দৌড় ----
সুন্দর।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহ হা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০
বিজন রয় বলেছেন: দৌড় বানানটি ওরকম কেন?