নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সেরা বন্ধু

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬


তারাই বড় আপন আমার
সেরা বন্ধু মানি
খাবার দিতে আমার মুখে
টানছে হালের ঘানি।

নাই বলে কি দুইটা গরু
থাকবে বসে ঘরে?
ওদের ঘামে ফোটে ফুল
ধূ ধূ বালুচরে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

আবু তালেব শেখ বলেছেন: অল্প কথায় অনেক কিছু বোঝার আছে।

আমার দেশের মাটির ছেলে নমিঃ বারংবার,

তোমাই দেখে চূর্ন হোউক সবার অহংকার।

রাজিয়া খাতুন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল।
দিনে দিনে কৃষিকাজের প্রতি মানুষের অনীহা বেড়ে চলেছে।
কৃষকের মর্যাদা আমরা কীভাবে দিচ্ছি!
শুভেচ্ছা রইল।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

গালিব আফসারৗ বলেছেন: এই দেশে এখন কৃষকদের যা অবস্থা, সরকার কিংবা শহুরেরা কেউই চাষাদের প্রি সহজ না।

লেখাটা অসাধারণ ছিলো, ভালোবাসা নিবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল বলেছেন।
ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: কত দরিদ্র মানুষ। চাষবাস করার জন্য একটা গরুও নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আসলে বাস্তবতা এটাই।
এখনও কৃষকেরা অবহেলার মধ্যেই রয়ে গেল।
ধন্যবাদ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: ছবি এবং ছড়া দুটাই ভালো লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্যে আমি খুশি।
ধন্যবাদ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নিচু তলাৱ উকিল বলেছেন: স্বরবৃত্তে পড়তে গিয়ে যদিও এক জায়গায় একমাত্রা কম পড়েছে তবুও ছন্দ তাল আর লয়ে সুন্দর ছড়া আমার ভাল্লাগছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: উকিল সাবের পছন্দের উপরে কোনো কথা নেই।
শুভেচ্ছা নিন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

শামছুর রহমান বলেছেন: ভাই, ছবি অনেক সুন্দর ! ছড়াও অনেক সুন্দর !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম। আপনার মন্তব্যে আমি উৎসাহ বোধ করছি।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

জগতারন বলেছেন:
কতিতা ভালো লাগল, কবি বিএম বরকতউল্লাহ-এর সুভেচ্ছা জ্ঞাপন করছি।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

জগতারন বলেছেন:
কতিতা ভালো লাগল, কবি বিএম বরকতউল্লাহ-এর সুভেচ্ছা জ্ঞাপন করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.