![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পাগলে শুয়ে আছে/ একটা আছে বসে
আকাশ থেকে তারার মতো/ জীবন গেছে খসে!
ভাবনাবিহীন জীবন তাদের/ দুলছে দোলাচালে
দেখছে তারা ঘুরছে জগৎ/ ভাবের বেড়াজালে।
কান্না লুকায় হাসির মাঝে/ অশ্রুবিহীন চোখে
আড়াল করে দুখ-যাতনা/ প্রকাশ করে সুখে।
গভীর ছিলো ভালোবাসা/ পায়নি খুঁজে তলি
নেই কিছু তার, জীবনটাই/ দিয়েছে জলাঞ্জলি।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১
বুরহানউদ্দীন শামস বলেছেন: ভাল লাগল ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
আবু তালেব শেখ বলেছেন: পাগলরাই বর্তমানে ভাল আছে। ওদের নেই সংসার চিন্তা, নেই অট্টালিকা করার আশা,নেই রাজনিতির দন্দ, নেই পাপ পুন্যের ভয়
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কারুকাজ। কবিতার বৃত্ত ভাল লেগেছে!
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: 'কবি' উপন্যাসের লেখক তারা শংকর বলেছেন- 'জীবন এত ছোট কেনে?' -লেখকের এই ভাবনাটি বারবার গভীরভাবে ভাবিয়েছে।
গৌতম বুদ্ধ বলেছেন- 'বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: হৃদয়মথিত ব্যাঞ্জনা!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: আমরা তো সবাই এক একজন পাগল।
অনেক ভাল লাগল।