![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গেছে হুক্কা ডাবা কলকি তামাক টিক্কা
গুরগুরিয়ে হুক্কা টেনে কাশতে কাশতে হিক্কা।
কালের চাকায় ঘুরে ঘুরে এলো সিগারেট বিড়ি
কৃষক বাড়ির বারান্দাতে দেখি না চকি পিঁড়ি।
হারিয়ে যায় অনেক কিছু যুগের প্রয়োজনে
পালায় তারা অবলীলায় নানান আয়োজনে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: হারানো স্মৃতি।
আমারও মনে পড়ে খিব।
ধন্যবাদ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
আবু তালেব শেখ বলেছেন: আমার নানার হুক্কাটা আমার অধিকারে এখনো আছে।
তবে সেই তামাক পাওয়া যায় না।
শখের বশে কিছু দিন হুক্কা খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আহারে নানার হুক্কা।
শখ করে খেয়েছিলেন বুঝি। ভাল তো বদঅভ্যাসটা হয়নি।
শুভেচ্ছা।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমাদের গ্রাম থেকে এ ঐতিহ্য অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আসলে এটা এখন আর দেখি না।
স্মার্টলি বিড়ি-সিগারেট টানে।
ধন্যবাদ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
শামচুল হক বলেছেন: হুক্কা নিয়ে দারুণ কবিতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
ভাল থাকবেন।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: আমাদের বাড়িতে একসময় হুক্কা ছিল, আমার দাদা আয়েশ করে হুক্কা টানতেন, সেইদিনগুলি মনে পড়ে গেল।