| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
দুধের ওপর বেঁচে আছে মা-হারা এই ছেলে
হাঁড়িপাতিল ভেঙ্গে ফেলে দুধ না কাছে পেলে
মা-ছাগলের সঙ্গে ছেলে খাতির করে রোজ
ইচ্ছে মতো বানে টেনে করে ভুরিভোজ।
দূরে গেলে মা-ছাগলে ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে
এই ছেলেটা মা-ছাগলের আশেপাশে থাকে
বোবা ছাগল অবুজ শিশুর এমনি আজব খেলা
পেছন থেকে মাঝে মাঝে বিবেকে দেয় ঠেলা!
 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা।
২| 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:৫৮
আবু তালেব শেখ বলেছেন: সেইরকম হইছে ওস্তাদ। এই ছবি কোথা থেকে পান রোজ রোজ?
 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
বিরল ছবি, তাই না?
পথে পথে ঘুরতে ঘুরতে পেয়ে যাই।
৩| 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: ফাইন! অন্য মায়ের অন্য ছেলে।
 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিবেন। ঠিকই বলেছেন ভাই।
৪| 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:২৩
রিএ্যাক্ট বিডি বলেছেন: হমমম