নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বইমেলার স্মৃতি...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩




দীর্ঘ ৪০ বছর যাবৎ লেখালেখি করছি। লেখালেখির ৩০ বছর পর প্রকাশিত হয় আমার প্রথম বই "রাজকন্যা অপরাজিতা"।
এ পর্যন্ত আমার বইয়ের সংখ্যা মোটে ২০টি। সেইদিক থেকে আমি নগণ্য লেখকই বটে। আমি নব্বইয়ের দশকে জাতীয় দৈনিকে কলাম লিখতাম। তারপর গল্প। আর ছড়া লিখছি সেই ছোটোবেলা থেকেই। সর্বদা চেষ্টা করি আমার লেখাগুলো যেন মানোত্তীর্ণ হয়। ধীরে ধীরে আমার কিছু পাঠক তৈরি হয়েছে। স্টলে এসে যখন কেউ আমার বইটি চায় তখন খুব পুলক অনুভব করি। অনেকে অটোগ্রাফ চায় আর এখন তো ফটোগ্রাফের যুগ। নতুন পুরনো লেখকের সাথেও আমরা ছবি তুলি। সেটা অন্যরকম এক আনন্দের বিষয়। বইমেলা শুধু কেনা-বেচার বিষয় না, লেখক, পাঠক আর প্রকাশকের অন্যরকম মিলনমেলা। মেলার আনন্দঘন মুহূর্তের কিছু ছবি শেয়ার করলাম ব্লগার বন্ধুদের জন্য। কারণ আনন্দ যত ভাগ করা যায় ততই আনন্দ বেড়ে যায়।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

লেখালেখির তিরিশ বছর পর প্রথম গ্রন্থ! বিশাল ধৈর্য! এজন্যেই আপনি স্বার্থক!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: জি আপা। লেখা যতক্ষণ না আমার মনমতো হবে ততক্ষণ আমি বই করতে যাই না।
ধন্যবাদ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছোটবেলায় আমারও শখ ছিল লেখক হব। কলেজে গিয়ে শিশুদের জন্য ম্যাগাজিনও প্রকাশ করি কয়েক মাস। কিন্তু হঠাৎ প্রবাস গমনের পর সব কিছু তছনছ হয়ে যায়...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রতিভা তছনছ হতে পারে না। আবার শুরু করে দিন।
শুভেচ্ছা।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

শাহিন বিন রফিক বলেছেন: আপনার লেখক জীবনের জন্য আমার সহস্র শুভ কামনা, এগিয়ে যান আর সমৃদ্ধ করুন আমাদের বাংলা সাহিত্য অঙ্গনকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: মহান আল্লাহ্ আপনার দোয়া কবুল করুন।
অশেষ ধন্যবাদ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: শুভেচ্ছা বরকতউল্লাহ ভাই। পড়ে আর ছবিগুলো দেখে আমারো আনন্দ লাগলো।
দূরে থাকি কিছুটা। বইমেলায় আসার জন্য মনটা আনচান করে। কবে যে আসবো এই প্রাণের মেলায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই কষ্ট করে হলেও চলে আসুন। ভাল লাগবে। সম্ভব হলে দেখা করবেন।
আমি শুক্র শনিবার থাকি। শুভেচ্ছা রইল।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৯

সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো, যদি সুযোগ হয় কালেকশান করবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: জি আপা চলে আসেন প্রাণের মেলায়।
ভাল থাকুন।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৯

মলাসইলমুইনা বলেছেন: আপনার ফটো ব্লগ আর সেই সাথে আনন্দ বর্ণনা পরে সেই আনন্দের কিছুটা আমিও ছিনতাই করলাম | খুব ভালো লাগলো বইমেলার ফটোগুলো দেখে |আপনার লেখক জীবনের কথা জেনে | সুস্থ্য থাকুন আরো লিখুন আর আরো ভালো থাকুন | ফাল্গুনের শুভেচ্ছা |

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি তো ভাই মহাছিনতাইকারী!!
অনেক ভাল লাগল। শুভেচ্ছা নিন।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ছবি ও লেখা পড়ে আপনার সম্পর্কে সুন্দর একটা ধারনা পাওয়া গেল।আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার োয়া আল্লাহতাআলা অবশ্যই কবুল করবেন।
ধন্যবাদ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫০

রোকসানা লেইস বলেছেন: লেখা পাঠক প্রিয়তা পাক।
অভিনন্দন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: লেইস আপু আপনার ইচ্ছা পূরণ হোক।
শুভকামনা।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে বেশিরভাগ আপনার সব ছড়াই পড়ি এখন থেকে গল্পও দিবেন আমাদের জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ব্লগে ও ফেবুতে গল্প খুব একটা দিইনা। কারণ মানুষের হাতে সময় কম। লেখা বড় দেখলে সেটা সজহে কেউ পড়েনা।
তাই যখন যে বিষয় মনে আসে সেটা নিয়ে ছড়া লিখে ফেলি।
তবে ছোট ছোট গল্প ব্লগে পোষ্ট দিব আশা করছি।
আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ভালবাসা, আপনার আরো সমৃদ্ধি কমনা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার এই সুন্দর ইচ্ছা মহান আল্লাহ কবুল করুন।
আমার শুভেচ্ছা নিন।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: আপনি খুব আনন্দে আর শান্তিতে আছে।
ছোট ছোট বাচ্চাদের জন্য বই লিখেছেন। বাচ্চারা আগ্রহ নিয়ে বই সংগ্রহ করছে।
তাদের অটোগ্রাফ দিচ্ছেন। ছবি তুলছেন।
চমৎকার। অতি মনোরম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই সাথে আপনিও আনন্দিত বলে আমারও ভাল লাগছে।
আনন্দে থাকা ও অন্যকে নির্মল আনন্দ দেওয়ার মধ্যে স্বর্গীয় সুখ আছে।
ধন্যবাদ।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: শুভকামনা রইল।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

আপনার গল্প পরার ইচ্ছা ব্যক্ত করলাম।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

সামিয়া বলেছেন: বাহ !!! চমৎকার লাগলো।।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

তারেক ফাহিম বলেছেন: ধৈর্যশক্তির কথা না বললেই নয়।

শুভ কামনা আপনার জন্য।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

কামরুননাহার কলি বলেছেন: শুভ কামনা রইলো ভাইয়া।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

যবড়জং বলেছেন: অনেক অনেক শুভ কামনা ....।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অসাধারণ ধৈর্যশক্তি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এখন তো সবাই হুটহাট লেখক হয়ে যেতে চায়।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম বইয়ের জন্য ৩০ বছর অপেক্ষার কারণ কী? মাঝে কি গ্যাছ দিয়েছিলেন? আর পরবর্তী ১০ বছরে ২০টা বই, এই পৌনঃপুনিকতারই বা পেছনের কাহিনী কী? আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: প আর ছ, বুঝে নিয়েন। :)

২১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রইল।
আপনাদের মন্তব্যগুলো পড়লাম। অনেক উৎসাহ আর আনন্দ পেলাম।
এই ভালবাসা আমার জীবনের বড় সম্পদ হয়ে থাকবে। একজন লেখকের এটাই বড় পুরস্কার।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.