![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিমেন্ট বাধা চাকার তলে/তাদের পাকাবাড়ি
বিছনা বাঁকা উদোম ঘরে/ঘোমায় আড়াআড়ি।
স্বপ্ন দেখে ঘোমের ঘোরে/মেয়েটা বিচারপতি
পাবেই পাবে খুঁজে এবার/ভালো থাকার গতি।
ইস্কুলে যায় মেয়েটি তার/স্বপ্নেরা হয় বড়ো
দালান ঘরে সুখে থাকার/ইচ্ছেরা হয় জড়ো।
ফিরে এসে দেখে তারা/সব নিয়েছে টেনে
শেকল বেঁধে কপিকলে/ঘর ফেলেছে ড্রেনে।
তারপরেও স্বপ্নগুলো/দেয় না তাদের ফাঁকি
বাস্তুহারা মা ও মেয়ে/হয়েছে বনের পাখি!!
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের যাদের সামর্থ আছে, কিছু করা উচিৎ এদের জন্য।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব সুন্দর কবিতা। ধন্যবাদ। দারুণ অর্থবহ। সত্যিই এই বিপুল সংখ্যক অসহায়দের কেউ নেই দেখার।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছবির সাথে মানানসই কবিতা গুলো জীবন্ত রূপ ফুটিয়ে তুলে ,যা চমৎকার ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩
আবু তালেব শেখ বলেছেন: এদের দুর্দশা দেখলে মায়া লাগে
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫
করুণাধারা বলেছেন: কবিতা ভাল হয়েছে।
আপনি কি ছবিগুলা নিজে তোলেন?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
আমার সোনার বাংলা ...
জাতি পিগমীদের দখলে