![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁয়ের সবুজ মাঠে ওরা সাঙ্গ দিয়ে পাঠে
পাড়ার কজন দুষ্টু ছেলে করছিল খুব বড়াই
তুই যে এত শক্তি দেখাস তোকে আমরা ডরাই?
কথার পিঠে কথা চলে তপ্ত হলো কড়াই
ধুমধুমাধুম বেধে গেল মস্ত মোরগ লড়াই।
একে ওকে মারছে বেদম ডেং ডেংগা ডেং ডেং
উপুড় হয়ে পড়ে গিয়ে ভাংছে নাক ও ঠ্যাং
পেছন থেকে হঠাৎ কেউ হচ্ছে ভীষণ চড়াই।
খেলা শেষে গেঞ্জি খুলে মুখ মুছে নেয় কেউ
তুই বেশি না আমি বেশি ওঠে কথার ঢেউ
এমনই কত ঝগড়া বিবাদ খাতির তোয়াজ শেষে
এরা নরম মাটির সবুজ ঘাসে আনন্দে যায় ভেসে।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ভাল লাগল আপনার মন্তব্য।
২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: ভাইয়া তোমার কবিতা/ছড়াগুলি আমার খুবই ভালো লাগে!
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: তোমার ভাল লাগায় আমারও ভাল লাগল।
শুভেচ্ছা।
৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩
A.Z.M.Julkernine বলেছেন: ভালো লাগলো....
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম।
ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
৬| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাল্যকালে ঘুরে এলাম কবিবর,
ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শৈশব/ কৈশোর তুলে এনেছেন ছড়ায় ।
লেখায় ভালোলাগা।