![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শিশু আপন মনে গাছের ডালে বসে
কী হবে সে মনে মনে দেখছে হিসেব কষে।
পেয়ে গেছি, হবো আমি সুতো ছেঁড়া ঘুড়ি
হাত দুখানি পাখা করে যাচ্ছে শিশু উড়ি।
এলে বেলে বন পেরিয়ে সাগর দিল পাড়ি
ধীরে ধীরে হারিয়ে গেল চেনা ঘর ও বাড়ি।
হঠাৎ হাওয়ার গতি পেয়ে ছুটল উপর দিকে
কালো মেঘের বাধাগুলো সরিয়ে দিল কিকে।
জোছনা ঢেলে হাসিমুখে দাঁড়িয়ে আছে চাঁদ
উঠল জেগে ঘুড়ির মনে চাঁদে যাওয়ার সাধ।
সুতোবিহীন মুক্ত ঘুড়ি ছুটল চাঁদের দেশে
হাত বাড়িয়ে টেনে নিল চাঁদের বুড়ি এসে।
ঘুরে ঘুরে চাঁদের দেশে ফিরে এল বাড়ি
একটু পরে জাগল মনে হবে মটর গাড়ি।
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
শিশু-কিশোরের বিচিত্র কল্পনা ও ইচ্ছেডানা নিয়ে এই লেখা।
বুড়িকে তো প্রতিনিয়ত চাইছে তারা। আমরাও একসময় চাইতাম।
এ চাওয়াতে আনন্দ আছে।
শুভেচ্ছা।
৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
গত কয়েকদিন ব্লগে আপনার কোনো পোষ্ট পাইনি !!
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজীব ভাই মিছ করছেন জেনে ভাল লাগল।
অনেক ব্যস্ত থাকতে হয়। সুযোগ পেলেই পোষ্ট দেয়ার চেষ্টা করি।
আমার শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:১৮
সৈয়দ ইসলাম বলেছেন:
চাঁদে বুড়ি আছে এটা শিশুদের বিশ্বাস করায়েন না, নতুবা কেউ একজন বুড়িকে চেয়ে বসবে!
ভাল লাগলো ছড়াটি।