![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিতাহীন দুই ভাইবোন মিলে
হাল ধরেছে টেনে
অসুস্থ মাকে খাওয়ায় তারা
পথ্য অষুধ এনে।
ইটের পরে হাতুড়ি চালিয়ে
স্বপ্ন দেখে তারা
হাসি ফোটাবে মায়ের মুখে
আনন্দে দিশাহারা।
একদিন তারা মজুরি পেয়ে
কিনেছে নতুন শাড়ী
হাতে দিলে পরে মায়ের মুখে
হাসিটা ফুটবে ভারি!
দেৌড়ে এসে মায়ের পাশে
শাড়ীটা ধরেছে মেলে
কথা বলেনা, অভিমানী মা
গিয়েছে সকল ফেলে।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ম্যাডাম, আপনাকে স্বাগতম।
২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার ছলে নির্মম কষ্টের কাহিনী । দারুন লিখেছেন
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাডাম।
৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৬
আবু তালেব শেখ বলেছেন: আহারে কি দুঃখ,,,, মা মনে হয় পরপারে চলে গিয়েছিল?
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: কষ্টের টাকায় শাড়ী নিয়ে এসে
দেখেছে মায়ের লাশ
জানে না তারা ভাগ্যের এমন
নির্মম পরিহাস!
৪| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
মগজহীন রাজনীতিবিদদের দেশে বাস করছে এই শিশুরা
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজনীতি কী বুঝে না তারা
বেঁচে থাকার আশা
কষ্টগুলো পষ্ট হয়
হারিয়ে ফেলে ভাষা।
৫| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৮
মলাসইলমুইনা বলেছেন: কখনো কখনো কিন্তু খুবই কম সময় খুব সুন্দর ছড়া পরেও মন খারাপ হয় | আপনার এই ছড়াটা পড়ে যেনো সেই কখনো কখনো সময়টা এলো|মন খারাপ করে পড়ালাম আপনার সুন্দর ছড়াটা | ধন্যবাদ নেবেন |
৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনা মন্তব্য পড়ে আমিও আবেগাপ্লুত হলাম। অশেষ ধন্যবাদ।
৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০০
নতুন বলেছেন: দেশে এই শিশুদের ইট ভাঙ্গার কথা না।
রাস্তার ভিক্ষুক আর পথ শিশুদের নিয়ে কাজ করতে সরকারকে চাপ দিতে হবে।
৮| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আহারে .।.।.।
৯| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: কষ্ট কষ্ট।
আমাদের দেশের মানুষ গুলো খুব বেশি দরিদ্র।
১০| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
কানিজ রিনা বলেছেন: মন খারাপ হোল আমার ছেলে মেয়ে দুইটা
আমাকে হাসি ফুটাতে ব্যাস্ত। আমি সময়
অনেক অসুস্থ থাকি। ওরা কি আমাকে
হাড়াবে মনে হলে কষ্ট পাই। বাবা থেকেও
নেই তার শুখের দোলায় দোল খেতে নিজেকে
নিয়ে ব্যাস্ত। মেয়েটা বড় কষ্ট পায়। ছেলেটা
চাকুরী করে ব্যস্ত সময় কাটায়। বেশ সুন্দর
কবিতা ভাললাগা রইল। জীবনের সাথে মিলে
গেল বলে ধন্যবাদ।
১১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
লেবুচাঁদ চট্টোপাধ্যায় বলেছেন: কবিতার ছলে ফুটিয়েছেন!!
সব কথা সত্য বলেছেন
১২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০
মিরোরডডল বলেছেন: হৃদয়স্পর্শী
they should be in school
what they are doing
কেন জীবন এত বেদনাদায়ক!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগলো