| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
 
১.
গেলে যাবে প্রাণ...
কষ্ট করে অষ্টপ্রহর। লয় না কারো দান
পা চলে না, হাতটা চলে, তাতেই খুশি চাচা;
জীবন মানে কষ্ট করে মানুষ হয়ে বাঁচা।
 
২.
তার হাত-পা আছে শক্ত সাবুত
'মান' গিয়েছে মরে
তার জীবন থেকে মানুষ নামের
গর্ব গেছে সরে।
কষ্টবিহীন সহজ পথে ভিখ মেগে খায় চাচা,
করুণ চোখে করুণা নিয়ে পশুর মতো বাঁচা!
 
১০ ই মার্চ, ২০১৮  রাত ১১:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবি আপনাকে স্বাগতম। ধন্যবাদ।
২| 
১০ ই মার্চ, ২০১৮  রাত ১১:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:   জীবন মানে কষ্ট করে মানুষ হয়ে বাঁচা।
দারুন বলেছেন।।![]()
![]()
![]()
 
১০ ই মার্চ, ২০১৮  রাত ১১:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| 
১১ ই মার্চ, ২০১৮  সকাল ৮:৫৮
ধ্রুবক আলো বলেছেন: খুবই হৃদয় বিদারক। জীবনটা আসলেই অনেক কষ্টের।
 
১১ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রকৃতির লীলাখেলা।
ধন্যবাদ।
৪| 
১১ ই মার্চ, ২০১৮  সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আহারে। আফসোস তাদের জন্য কিছুই করতে পারি না।
 
১১ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ইচ্ছে করলেই করা যায়।
ইচ্ছাটা আরেকটু শক্তিশালী করে তুলুন। তারপর খুব ছোট আকারে শুরু করুন।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৮  রাত ১১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: কি আর করবে এই বয়সে,
একটু খানি বাসা।
বাঁচার মত নাহলেও
ক্ষুদ্র এ আশা।
ছেলে মেয়ে জ্যান্ত থেকেও,
মরেই আছে তারা।
পথের লোক না দেখলে,
ভেবেই মরে সারা।
আপনার অনুকরনে দুকথা লিখলাম তরে।