![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুন্তি কোঁদাল শাবল কাঁচি, টুকরি হাতে মাঠে
আমন ধানের খেতে ওরা, সারাটা দিন হাঁটে।
কোথায় ইঁদুর-গর্ত আছে, দেখেই কোদাল চালায়
বিপদ দেখে ইঁদুগুলো, দেৌড়ে কোথাও পালায়।
গর্ত করে টেনে আনে, তাজা ধানের শীষ
মাঝে মাঝে ভেসে আসে, সাপের হিস্ হিস্।
সাপের বিষের চেয়েও যখন, ক্ষুধার অসীম জ্বালা
ভয়-বিপদের ঘরে তখন, জুলিয়ে রাখে তালা।
এমনি করে বেঁচে থাকে, বিত্তবিহীন মানুষ
অপচয়ে উড়াই আমরা, চিত্তবিহীন ফানুস!
২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার মন্তব্য পড়ে ভাল লাগল।
৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
আচ্ছা, আগে কি ছবি সংগ্রহ করেন? না আগে লিখেন?
কারন ছবির সাথে লেখার মিল।
৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই সুন্দর ছড়া, অনেক ভালোলাগা রইল।
৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০
কামরুননাহার কলি বলেছেন: আপনার লেখা তো আমার কাছে সবসময়ই ভালো লাগে আর প্রিয় লেখক আপনি তাই কি আর লিখবো। লেখা তো সবসময়ই সুন্দর হয়।
৭| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর উপস্থাপনা। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
অনবদ্য লেখনী। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
অসাধারণ কবিত্ব প্রতিভার অধিকারী আপনি। আপনার লেখা কবিতায় প্রাণ আছে।
কবিতা আরও সুন্দর হয়ে উঠুক এই আশা রাখি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন ও ফাগুন শুভেচ্ছা রইল।
শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
ভালো থাকুন সুস্থ থাকুন।সদা সর্বদা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!
৮| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: (অফটপিক)
আপনার অধিকাংশ লেখা প্রান্তিক মানুষদের নিয়ে। কারনটা জানতে পারি???
৯| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো বেশ ভালো লাগলো
১০| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
অস্পর্শী বলেছেন: সুন্দর উপস্থাপনা ! লেখাটি ভালো লেগেছে ।