![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরিব ঘরের ছেলে
যায় না কোথাও একলা ঘরে
অসুস্থ মাকে ফেলে।
বুকের ব্যাথা। বুড়ো মায়ের
কান্না শুনে ছেলে
শূণ্য হাতে প্রভুর কাছে
হতাশায় চোখ মেলে।
রিক্সা ভাড়া নেই বলে কি
থাকবে পড়ে মা
আয় কোলে তুই নিয়ে যাব
আছে আমার পা।
এমনি করে হাসপাতালে
করছে যাওয়া আসা
মাকে নিয়ে পূণ্যছেলের
গভীর ভালোবাসা।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
২| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা। কবিতাটি পড়ে যে কারোরই মায়ের প্রতি ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
আশ্চর্যের বিষয় হলো, দেখা যায়, ধনী বা বেশি শিক্ষিত ছেলে মেয়েদের চেয়ে অপেক্ষাকিত কম ধনী বা শিক্ষিত কিংবা গরিবেরাই মা বাবাকে বেশি ভালোবাসে। আপনার কবিতায়ও সমাজের ধ্রুব চরিত্র একজন গরিব লোকের মায়ের প্রতি ভালোবাসার চিত্র সার্থক শব্দ চয়ন আর বাক্যিক ছন্দে প্রদর্শিত হয়েছে। কবিতাটি পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
সমাজের ইতিহাস, ঐতিহ্য, সম্মান, আদর, ভালবাসা, আবেগ, শ্রদ্ধাভক্তি এসব লালন করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাই।
আপনি মন্তব্য করতে গিয়ে আমাদের সমাজ ব্যবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন।
আমার শুভেচ্ছা নিন।
৩| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: (অফটপিক)
সচেতন লেখক হিসেবে আপনার প্রতিউত্তরের আশা করতেই পারি!!! তাই নয় কি???
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: অবশ্যই করতে পারেন।
নানা কারণে যখন আমি আপনাদের মূল্যবান মন্তব্যের জবাব দিতে ব্যর্থ হই তখন আমি মানষিক যন্ত্রণায় ভোগি।
আমার ব্যর্থতা ক্ষমা করবেন আশা করি।
ভাল থাকবেন।
৪| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া ,চোখ ভিজে গেল ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: হৃদয় স্পর্শ করতে পারার আনন্দ অনেক গভীর।
শুভেচ্ছা নিবেন।
৫| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: চোখ ভিজে উঠলো।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: মায়ের প্রতি ভালবাসা আছে বলেই আপনার চোখের কোনায় হয়তো একফোটা অশ্রু জমা হয়েছে।
ধন্যবাদ।
৬| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
কানিজ রিনা বলেছেন: বরকত আমার ছেলেটাও এমন করে।
শুধু মা নয় বাবা গুল যেন ছেলের
যতন পায়। অসাধারন কবিতা ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: রিনার ছেলের জন্য শুভ কামনা।
যে মাকে ভালবাসে সে বাবাকে অবহেলা করে না।
ধন্যবাদ।
৭| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০
কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া অনেক ভালো লাগলো।