![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে খুকী
চারপাশ থেকে অজানা কিছু সামনে দিয়েছে উঁকি।
ধীরে ধীরে এক অচেনা প্রাণি হাতে এসে খায় চুম
নরম আদরে খুকুর চোখে নেমে আসে আরো ঘুম।
মেঘের মেয়েরা অভিমান করে বারে বারে ফিরে যায়
গভীর থেকে ফুলের পাঁপড়িরা পাখা মেলে উড়ে যায়।
এতটুকু মেয়ে পাহাড়ের কোণে দাঁড়িয়ে সবুজ ঘাসে
কতো কথা বলে বাতাসের সাথে আপন মনে হাসে।
আকাশের মেঘ নানা রঙ ধরে কতো দূর মেলে ডানা
ধীরে ধীরে খুকী পাখি হয়ে যায় ঘুরে আসে একটানা।
এমনই অনেক স্বপ্ন দেখে খুকীরা ঘোমের ঘোরে
রাতভর তারা আকাশে ওড়ে নেমে আসে খুব ভোরে।
২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৩| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা খানি।
৪| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মেঘের মেয়েরা অভিমান করে বারে বারে যায় ফিরে,
গভীর থেকে ফুলের পাঁপড়িরা পাখা মেলে যায় উড়ে।
,
,
এমনই অনেক স্বপ্ন দেখে খুকীরা ঘুমের ঘোরে